রাঙ্গাবালীতে হামলায় বিএনপির বহিরাগত সন্ত্রাসীরা জড়িত- এস এম রাকিবুল আহসান
|
![]() মিলন কর্মকার রাজু।।বিএনপি বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করে নির্বাচনের পরিবেশ নস্ট করতে চাচ্ছে। পরিকল্পিত ভাবে জামায়াত-বিএনপি সন্ত্রাসীরা রাঙ্গাবালীতে আওয়ামীলীগের পথ সভায় হামলা করে উল্টা আওয়ামীলীগের উপর দোষ চাপাচ্ছে।বুধবার বেলা ১২টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান লিখিত বক্তব্যে এ অভিযোগ করেণ।তিঁনি আওয়ামীগের বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, রাঙ্গাবালীতে আ’লীগের নির্ধারিত পথসভা চলছিল। তার পাশে ধানের শীষ প্রতিকের পথসভার আয়োজন করে। বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন পথ সভায় উপস্থিত হওয়ার সাথে সাথে জামায়াত ও বিএনপির চিহ্নিত সন্ত্রাসী কবির তালুকদার, রহমান মাষ্টার, সাবু মিয়া, সোহাগ আকন, জাকির, নিয়াজ, বিপু, ইব্রাহীম, রহমান ফরাজী, মোতালেব হাওলাদার, মামুন হাওলাদার ও রাকিব হাওলাদারের নেতৃত্বে অতর্কিত হামলা চালায় আ’লীগ কর্মী সমর্থকদের ওপর।হামলায় রাঙ্গাবালী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এনামুল হক লিটু, হাবিবুল বসার তোতা, শাহারুল হাওলাদার, কালাম হাওলাদার, রাহাত, ইউপি সদস্য শিমুল , সাদ্দাম, সোহেল মীর, মহাসীন, বিপ্লব, আতিকুর, কামাল, সোহেল মিয়াসহ অর্ধশত আহত হয়। এরা বর্তমানে কলাপাড়া, গলাচিপা ও বরিশালে চিকিৎসাধীন রয়েছে। তিঁনি বলেন, ধুলাসার, মহীপুর ও কুয়াকাটায় যে ঘটনার উল্লেখ করা হয়েছেঁ এবং যাদের নাম বলা হয়েছে তারা আ’লীগের কেউ নয়। এ হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে আ’লীগের কেউ জড়িত নয়।
|