রাঙ্গাবালীতে আ’লীগ বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৪০।। অাটক ৮
|
![]() নিউজ কলাপাড়া।। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বন্দরের খোলগোড়ায় একইস্থানে পাল্টাপাল্টি নির্বাচনী পথসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, খালগোড়া বাজারের রাঙ্গাবালী জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের উপস্থিতিতে এক সভার আয়োজন করা হয়। পরে একইসময় ওই বাজারের বালুর মাঠে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিব্বুর রহমান মহিবের সমর্থকরাও সভার আয়োজন করেন। তবে মহিব্বুর রহমান সেখানে উপস্থিত ছিলেন না। এতে একইস্থানে একই সময়ে পাল্টাপাল্টি সভা হওয়ায় দুই পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় প্রায়দুই ঘন্টাব্যাপী দুই পক্ষের সংঘর্ষে এনামুল ইসলাম লিটু, মজিবর রহমান, মশিউর রহমান শিমুল, সোহেল মাতুব্বর, জসিম হাওলাদার, বাবু তালুকদার, মহসিন মৃধা, রাজিব রহমান, জাকির, মিজানুর রহমান, শওকত প্যাদা, মহসিন হাওলাদার, মাসুম হাওলাদার, নাজমুল হোসেন, রাব্বি হাওলাদার, স্বপন, তোতা মিয়া, সাদ্দাম হোসেন ও নিয়াজ আকনসহ অন্তত ৪০ নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন। এ সংঘর্সের ঘটনায় এতে দুই পক্ষের ডাকা সভা পন্ড হয়ে যায়। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, দুই দলের সঙঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনাস্থল থেকে ৮জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। Spread the love |