মংলা বন্দরের রাজস্ব আয় বাড়ছে
|
![]() দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মংলার রাজস্ব আয়ের ধারাবাহিক বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিশেষ করে গত ২০১৭-১৮ অর্থবছরে মংলা বন্দরের রাজস্ব আয় হয়েছে ২২৬ কোটি টাকা।এক বছরের ব্যবধানে এ রাজস্ব আয় বেড়েছে প্রায় ৫০ শতাংশ। গত ২০১৬-১৭ইং অর্থ বছরে রাজস্ব আয় বৃদ্ধির পরিমাণ ছিল ১৫ শতাংশ। ২০১৭-১৮ ইং অর্থ বছরে যা বেড়ে প্রায় ৫০ শতাংশে উন্নিত হয়েছে। পাশাপাশি বেড়েছে বন্দরে বিদেশী জাহাজের আগমন ও কার্গো হ্যান্ডলিং (পণ্যের ওঠা-নামা)। এক বছরের ব্যবধানে কন্টেইনার আগমনের সংখ্যাও আড়াই গুন বেড়েছে। মংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। মংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ
ও হিসাবরক্ষণ কর্মকর্তা জানান, ২০১২-১৩ অর্থ বছরে মংলা বন্দরে বিদেশী
জাহাজ এসেছিল ২৮২ টি। ২০১৬-১৭ অর্থ বছরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬২৩ টিতে।
একই সঙ্গে বন্দরে রাজস্ব আয় বৃদ্ধি পায় ২২৬ কোটি টাকা। আর ২০১৭-১৮ অর্থ
বছরে এই বন্দরে আসে ৭৮৪ টি জাহাজ। এ সময় কার্গো হ্যান্ডলিং (পণ্যের
ওঠানামা) হয় ৯৭ দশমিক ১৬ লাখ মেট্রিক টন। রাজস্ব আদায় হয় ২৭৬ কোটি ১৪ লাখ
টাকা। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে স্থবির হয়ে পড়া মংলা বন্দরে ২০১৬-১৭
অর্থ বছরে রাজস্ব ব্যয় বাদে নিট মুনাফা ছিল সাড়ে ৭১ কোটি টাকা। ২০১৭-১৮
অর্থ বছরে নিট মুনাফা হয়েছে ১০৯ কোটি টাকা। Spread the love |