ভোলায় দোকান থেকে উদ্ধার হলো বিষধর ভাইপার
|
![]() ভোলা প্রতিনিধি।। উপকূলীয় বন বিভাগ ভোলার রেঞ্জ অফিসার মো. কামরুল ইসলাম জানান, দুপুরে স্থানীয়রা একটি লাকড়ির দোকানে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় সাড়ে ৩ ফুট দীর্ঘ সাপটি উদ্ধার করা হয়। সাপটি অনেকটা অজগরের মতো দেখতে হলেও সেটি পৃথিবীর অন্যতম বিষধর সাপ ‘রাসেল ভাইপার’। ভয়ঙ্কর এই রাসেল ভাইপারের বাংলা নাম চন্দ্রবোড়া। এর বৈজ্ঞানিক নাম Daboia russelii। এরা একেবারে সামনে থেকে মাথা উঁচু করে কামড় বসায়। এদের বিষের এত তীব্রতা যে, খুব কম রোগী বাঁচে। যে স্থানে কামড় দেয়; সে স্থানে পচন শুরু হয়। এরা দেখতে অনেকটা অজগরের মতো। তবে এদের দৈর্ঘ্য সাধারণত ৪ থেকে ৫ ফুট হয়। বাংলাদেশে উত্তরবঙ্গের বরেন্দ্র এলাকাসহ পদ্মার তীরবর্তী প্রতিটি এলাকায় এদের দেখা যায়। ধারণা ছিল, এরা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। মাঝে ২৫ বছর এদের দেখা মেলেনি কিন্তু ২০১২ সালে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে আবার আনাগোনা শুরু হয় সাপটির। গবেষকদের ধারণা, ২৫ বছর বিলুপ্ত থাকার পর বন্যার পানিতে ভেসে ভারত থেকে এই সাপ বাংলাদেশে এসেছে। কারণ পদ্মার তীরবর্তী এলাকায় এ সাপের উপস্থিতি সবচেয়ে বেশি। চাঁপাইনবাবগঞ্জের পরে রাজশাহী, নওগাঁ, ফরিদপুরসহ অনেক জেলায়ই দেখা যায় সাপটি। সর্বশেষ চার দিন আগেই নওগাঁর একটি ধানক্ষেতে এমন একটি সাপের দেখা মেলে। এবার উপকূলের জেলা ভোলায় দেখা গেল পৃথিবীর অন্যতম বিষধর সাপটি। Spread the love |