ভোলায় অগ্নিকান্ডে ৮ দোকান ভস্মিভূত
|
![]() ভোলা প্রতিনিধি।। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারে অগ্নিকান্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস টিমের কর্মীরা চেষ্টা চালিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাজাপুরের জনতা বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, মো: ইউসুফের মোবাইলের দোকান থেকে রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। এর পর বাজারে দ্রুত আগুন ছড়িয়ে পরে। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকান গুলো হচ্ছে ব্যবসায়ী কবির হোসেনের কাপড়ের দোকান, নারায়ন চন্দ্র মন্ডলের ওষুধের দোকান, মো: সামসুদ্দিন ফরাজীর মুদি দোকান, জসিম উদ্দিনের ওষুধের দোকান, পিন্টুর ওষুধের দোকান, জসিমউদ্দিন সিকদারের জাল-সুতার দোকান, এনায়েত হোসেনের হোমিও ফার্মেসি। এসময় আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। Spread the love |