বরিশাল বোর্ডে জেএসসি পরীক্ষার্থী ১ লাখ
|
![]() বরিশাল প্রতিনিধি।। সারাদেশের মতো বরিশালেও বৃহস্পতিবার (১ নভেম্বর) শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। বরিশাল বোর্ডের অধীন ১৭৪টি কেন্দ্রে সকাল ১০টায় শুরু হচ্ছে পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা। এ বছর বরিশাল বোর্ডে জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৭৫ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৫৫ হাজার ৫শ’ ১৫ জন এবং ৬৩ হাজার ৫শ’ ৬০জন মেয়ে। আগামী ১৫ নভেম্বর শেষ হবে এবারের জেএসসি পরীক্ষা। Spread the love |