বরিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন
|
![]() বরিশাল প্রতিনিধি।। ‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ শ্লোগানকে সামনে রেখে রবিবার সকালে ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে বরিশালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে নয়টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধণ করেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। পরে সেখানে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাক-টিআইবি বরিশালের আয়োজনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। Spread the love |