প্রাকৃতিক গোলাপি ঠোঁটের জন্য বিট
|
![]() বিনোদন ডেস্ক ।। রঙিন বিট বিভিন্নভাবে ব্যবহার করা হয় প্রাকৃতিক রঙ হিসেবে। জানেন কি এটি রূপচর্চায়ও অনন্য? কালচে ঠোঁট নিয়ে যারা বিব্রত, তারা নিয়মিত ব্যবহার করতে পারেন এই সবজি। বিটের গাঢ় রঙ দূর করবে ঠোঁটের কালচে ভাব। জেনে নিন ঠোঁটে প্রাকৃতিক গোলাপি আভা নিয়ে আসতে কীভাবে ব্যবহার করবেন বিট। বিট ও মধু এক স্লাইস বিট মধুতে ডুবিয়ে রাখুন ৩ মিনিট। চিনি ও বিট ২ টেবিল চামচ বিটের রসের সঙ্গে ১ চা চামচ চিনি মেশান। বিট ও মাখন ঠোঁটে অলিভ অয়েল ঘষে নিন। বিট ও আমন্ড অয়েল ১ চা চামচ আমন্ড অয়েলের সঙ্গে ১ চা চামচ বিটের রস মিশিয়ে নিন। দুধের সর ও বিট বিটের রসের সঙ্গে আধা চা চামচ দুধের সর মেশান। Spread the love |