পটুয়াখালী-৪ আসনে মহাজোট প্রার্থী মহিব্বুর রহমানের ইশতেহার ঘোষণা
|
![]() কলাপাড়া নিউজ।।১১৪, পটুয়াখালী ৪ আসনের মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান মহিব ব্যক্তি উদ্যোগে নির্বাচনী এলাকার ইশতেহার ঘোষণা করেছেন। সরকারের বিগত ১০ বছরের উন্নয়নসহ আগামি পাঁচ বছরে তিনি নির্বাচিত হলে এই অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে এ ইশতেহার ঘোষণা করা হয়।৩৮ পৃষ্ঠার ইশতেহারে তিনি নামকরন করেছেন ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় কলাপাড়া-রাঙ্গাবালী-মহীপুর’। বৃহস্পতিবার রাত আটটায় কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন তিনি।ইশতেহারে তিনি সূচনা ছাড়াও সর্বাধিক গুরুত্বের খাত হিসেবে উন্নয়ন পরিকল্পনায় নিয়ে এসছেন এ সংসদীয় আসনকে জেলায় উন্নীত করা। মহিপুরকে উপজেলায় উন্নীত করন। কলাপাড়া, রাঙ্গাবালী-মহীপুরে মুক্তযুদ্ধের স্মৃতি সংবলিত ভাস্কর্য স্থাপন, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন, কুয়াকাটায় দৃষ্টিনন্দন শহীদ মিনার স্থাপন, গুরত্বপুর্ণ স্পটে সার্বক্ষণিক উম্মুক্ত ওয়াইফাই জোন তৈরি করা। এছাড়াও প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক শিক্ষা, খাদ্য, কৃষি, যোগাযোগ, হাট-বাজার, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের অঙ্গীকার করেছেন। এলাকা মাদক-সন্ত্রাসমুক্ত ঘোষণা।সালিশ বাণিজ্য বন্ধসহ ব্যাপক কর্মকান্ড করার পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। এছাড়া তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনায় অগ্রাধিকার ভিত্তিতে পায়রা বন্দর, বিদ্যুত প্লান্টসহ কুয়াকাটার উন্নয়নে সচেষ্টভাবে কাজ করবেন বলে ইশতেহারে উল্লেখ করেছেন।নৌকা স্বাধীনতার প্রতীক। নৌকা বঙ্গবন্ধুর প্রতীক। এদেশের মানুষের মুক্তির প্রতীক উল্লেখ করে সকলের সমর্থন ও দোয়া চেয়েছেন তিনি।ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি ছাড়াও তার সহধর্মীনি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ মহিব্বুর রহমান বলেন, ‘ আমার গোটা পরিবার যেমন আগে থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন। তেমনি তিনিও মানুষের কল্যাণে আজীবন কাজ করবেন। তার চাওয়া-পাওয়ার কিছুই নেই। এখন শুধু মানুষকে দেয়ার পালা।’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি নিজেকে সর্বদা সেবার মানষিকতা নিয়ে এই এলাকার উন্নয়নে কাজ করবেন বলেও দাবি করেন।Spread the love |