পটুয়াখালীতে সাংবাদিকদের জেলা ভিত্তিক সংগঠন ‘পিজেডএসএফ’ কমিটি গঠন
|
![]() পটুয়াখালী প্রতিনিধি।। গত ৪ নভেম্বর (রবিবার) বেলা ১২টায় পিটিআই রোডস্থ এসডিএ মিলনায়তনে পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইত্তেফাকের বাউফল প্রতিনিধি অধ্যাপক আমিরুল ইসলাম, সংবাদের জেলা প্রতিনিধি স্বপন ব্যানার্জী, দৈনিক রূপান্তর সম্পাদক কেএম এনায়েত হোসেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি শংকর লাল দাস, ডেইলী স্টারের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন, মানবজমিন ও ডেইলী ট্রাইবুনালের জেলা প্রতিনিধি জালাল আহমেদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেল, যমুনা টিভির জেলা প্রতিনিধি জাকারিয়া হৃদয়, দিনকালের জেলা প্রতিনিধি গোলাম রহমান, বৈশাখি টিভি ও যায়যায়দিনের জেলা প্রতিনিধি আবদুস সালাম আরিফ, জনকণ্ঠের কলাপাড়া প্রতিনিধি মেজবাহউদ্দিন মান্নু, প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান, সমকালের কলাপাড়া প্রতিনিধি এসএম মোশারফ হোসেন মিন্টু, সমকালের দশমিনা প্রতিনিধি রিপন কর্মকার, যুগান্তরের দশমিনার প্রতিনিধি এইচ.এম ফোরকান, যুগান্তরের মির্জাগঞ্জ প্রতিনিধি মো. জাকির হোসেন, যুগান্তরের রাঙ্গাবালী প্রতিনিধি মো. কামরুল হাসান, নয়াদিগন্তরের রাঙ্গাবালী প্রতিনিধি মু. জাবির হোসেন প্রমূখ। সভায় অন্যান্য মিডিয়ার জেলা ও উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সমকাল ও আর.টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন। সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতক্রমে স্বপন ব্যানার্জীকে আহবায়ক এবং মুফতী সালাহউদ্দিনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট ‘পটুয়াখালী জেলা সাংবাদিক ফোরাম-পিজেডএসএফ’র আহবায়ক কমিটি গঠন করা হয়। Spread the love |