পটুয়াখালী প্রতিনিধি।।
২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রমানিত পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদী খালেদা জিয়াকে বিচারের আওতায় আনা এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাসহ দেশে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনার মুল নায়ক তারেক রহমানের অপরাধ সমানুপাতে শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন করেছে পটুয়াখালী জেলা যুবলীগ।
গতকাল রবিবার বেলা ১১টায় পটুয়াখালী সার্কিট হাউস সংলগ্ন শেখ রাসেল শিশু পার্কের সামনের সড়কে যুবলীগের এ মানবন্ধন কর্মসুচী পালনকাল প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড.মোঃ শাহজাহান মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী আলমগীর, সহ-সভাপতি সাবেক পিপি মোঃ হারুন অর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ (কালাম মৃধা), সাধারন সম্পাদক শাহজাহান ভুইয়া, শহর আওয়ামীলীগের সভাপতি শাহ জালাল খান, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এড. তারিকুজ্জামান মনি, শ্রমিক লীগ নেতা তোফাজ্জেল হোসেন, মহিলা আওয়ামীলীগের নুসরাত জাহান মুক্তা, জেলা যুবলীগের সভাপতি আরিফুজ্জামান রনি, সাধারন সম্পাদক এড. মোঃ শহিদ, সাঙঘঠনিক সম্পাদক মোঃ লিটন প্রমুখ। মানববন্ধনে জেলা-উপজেলা আওয়ামীগ, যুবলীগ, ছাত্রলীগ মহিলা আওয়ামীলীগলীগ এবং শ্রমিকলীগসহ দুই সহ¯্রাধিক নেতা-কর্মী অংশ নেন। সভায় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রমানিত পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদী খালেদা জিয়াকে দ্রæত বিচারের আওতায় আনতে হবে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাসহ দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনার মুল নায়ক তারেক রহমানের অপরাধের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। এছাড়াও বিচার বিভাগের রায় দ্রæত কার্যকর করার দাবী জানিয়েছেন বক্তারা।