পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনি’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদনের মধ্যে বিভিন্ন আয়োজনে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১১ নভেম্বর সকাল ১০টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা যুবলীগের আহবাক মোঃ আরিফুজ্জামান রনি ও যুগ্ম আহবায়কএ্যাড. সহিদুল ইসলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনি’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদনের মধ্যে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের কর্মসূচী সূচনা করেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে যুবলীগের শত শত নেতাকর্মী শোভাযাত্রা সহকারে বঙ্গবন্ধুর মুর্যালে গিয়ে পুনরায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
বেলা ১১টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা যুবলীগের আহবাক মোঃ আরিফুজ্জামান রনির সভাপতিত্বে আরৈাচনা সভা, দোয়া মিলাদ ও কেক কাটেন যুবলীগ নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক এড. সহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান সিকদার, সদর থানা যুবলীগের সভাপতি মোঃ লিটন, মোঃ কিবরিয়া প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন সদর থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাফেজ মোঃ জাফর।