পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীতে বর্নিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দ বরন অনুষ্ঠান আনন্দঘন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
০১ লা বৈশাখ রবিবার সকাল ৭টায় জেলা প্রশাসন উদ্যোগে পটুয়াখালী ক্লাব মাঠে প্রদীপ প্রজ্জ্বলন করে পান্তা ভাত পর্ব শেষে সার্কিট হাউজ চত্বর থেকে এক বিশাল মঙ্গল শোভা যাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডিসি মঞ্চে এসে শেষ হয়। শোভা যাত্রা শেষে ডিসি মঞ্চে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নববর্ষের শুভেচ্ছা জানান জাতীয় সংসদের সংরক্ষিত ৩২৯ মহিলা আসনের এমপি কাজী কানিজ সুলতানা হেলেন, বিশেষ অতিথি হিসাবে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী আলমগীর, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ লোকমান হাকিম, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক আঃ মান্নান, সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম নুরুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা প্রমুখ।
মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার নারী, পুরুষ, শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতী, আবাল-বৃদ্ধবনিতা বিভিন্ন সাজে অংশগ্রহন করেন। মঙ্গল শোভাযাত্রায় বাংলার ঐতিহ্য, কৃষ্টি, কালচার, চিরাচরিত ইতিহাস তুলে ধরতে সক্ষম হওয়ায় গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজকে প্রথম, ডিডাবøুএফ নার্সিং ইনস্টিটিউটকে দ্বিতীয় ও সরকারী নার্সিং ইনস্টিটিউটকে তৃতীয় হওয়ার ঘোষনা করেন নববর্ষ উদযাপন কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন। ডিসি মঞ্চে দিনব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার মঙ্গল শোভাযাত্রায় বিশেষ আকর্ষন ছিল কাজী আবুল কাসেম স্টেডিয়ামে শিল্প বানিজ্য মেলায় আসা দুটি হাতি।
এছাড়াও প্রদীপ প্রজ্জ্বলন, পান্তা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে শহরে বিশাল মঙ্গল শোভাযাত্রা বের করে দখিনা খেলাঘর আসর বৈশাখী উৎসব পালন করে। #