পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে চার দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন। ১৬ নভেম্বর সকাল ১০টায় পটুয়াখালী কর ভবন প্রাঙ্গনে বরিশাল কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, বিশিস্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর সিকদার। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর সহকারী কর কমিশনার মোসাঃ জেসমিন আক্তার, কর পরিদর্শক মোঃ মাহবুবুর রহমান ও আব্দু রব। মেলায় সাধারন মানুষ সহজে রিটার্ন ফরম পূরন করে আয়করের অর্ন্তভূক্ত করার লক্ষ্যে ৬টি স্টল করা হয়েছে।
সভায় গান্ধা ফুল দিয়ে তৈরী ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
মেলার প্রথম দিনে কর সেবা গ্রহন করেছেন ৮৫৬জন, রিটার্ন জমা দিয়েছেন ১৮৯জন এবং কর আদায় হয়েছে ৩ লক্ষ ৭৬ হাজার টাকা। #
ছবি ক্যাপশনঃ গতকাল পটুয়াখালী কর ভবন প্রাঙ্গনে ফুলের তৈরী ফিতা কেটে চার দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।