রহিম রেজা, ঝালকাঠি থেকে
ঝালকাঠির নলছিটিতে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা এক শিশুকে অস্ত্রের মুখে জিম্মি নগদ টাকা ও দশ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। গত শনিবার রাত আড়াইটার দিকেউপজেলার সরই গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত সৌদি প্রবাসী বেল্লাল হাওলাদারের ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতদল অস্ত্রের মুখে বেল্লালের শিশুপুত্রকে জিম্মি করে ডাকাতি চালায়। তাদের বাধাদিতে গেলে বেল্লালের স্ত্রী সানজিদা বেগমকে মারধর করে ডাকাতরা। এসময় ডাকাতদল নগদ ৩০ হাজার টাকা ও দশ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন ।