নকল সরবরাহের অপরাধে দুই শিক্ষকের জেল
|
![]() সিরাজগঞ্জ প্রতিনিধি।। পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অপরাধে সোমবার (১২ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত দুই মাদ্রাসা শিক্ষককে জেল ও জরিমানা করেছেন। তারা হলেন, সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মমিনুল ইসলাম ও একই মাদ্রাসার সহকারী শিক্ষক বিলকিছ পারভীন। উল্লাপাড়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে জেডিসি পরীক্ষা (বিজ্ঞান) চলাকালে মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিবের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে। উল্লাপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. আতিকুর রহমান জানান, বিজ্ঞান পরীক্ষা চলাকালে সহকারী শিক্ষক মমিনুল এবং বিলকিছ বাইরে থেকে প্রশ্নোত্তর প্রস্তুত করে পরীক্ষার্থীদের সরবরাহ করছিলেন। তাদের মধ্যে মমিনুলের কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব ছিল না। বিলকিছ পারভীন কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা ধরা পড়েন এবং তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব হাসান বিলকিছ পারভীনকে ৯ হাজার টাকা জরিমানা এবং মমিনুল ইসলামকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দেন। সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান বিষয়টি দৈনিক শিক্ষাকে নিশ্চিত করেছেন। Spread the love |