পটুয়াখালী প্রতিনিধি।।
জাতীয় পার্টির মহাসচিব পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের জাতীয় সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদারকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালিন মন্ত্রীসভায় অর্ন্তভূক্ত করার দাবীতে পটুয়াখালী জেলা জাতীয় ছাত্র সমাজ গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় শহরে এক মিছিল বের করে। মিছিলটি জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিনকরে জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ সামনে শেষ হয়।
মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা জাতীয় ছাত্র সমাজের তরিকুল ইসলাম তারেক, সাধারন সম্পাদক জে.এইচ আল আমিন হাওলাদার, সহ-সভাপতি মোঃ আল মিরাজ, সদর উপজেলা ছাত্র সমাজের সাধারন সম্পাদক মাসুদ রানা, দুমকি উপজেলা শাখা ছাত্র সমাজের সভাপতি মোঃ বশির আকন, সাধারন সম্পাদক স্বপন গাইন ও মির্জাগঞ্জ শাখা ছাত্র সমাজের সাধার সম্পাদক জসিম উদ্দিন।