চালকবিহীন গাড়ি আনছে টাটা
|
![]() তথ্যপ্রযুক্তি ডেস্ক ।। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের হায়দরাবাদে হুন্দাই মোবিসের কারখানায় চালকবিহীন গাড়ি তৈরি করা হবে। নতুন এই প্রোজেক্টে রাস্তায় যত ধরনের সমস্যার সম্মুখীন হওয়া সম্ভব সেই প্রসঙ্গে গবেষণা হবে। এই প্রোজেক্টের সুচনার সময় জানানো হয়েছে হুন্দাই মোবিস প্রযুক্তি কেন্দ্রে ইতিমধ্যেই চালকবিহীন গাড় তৈরির কাজ শুরু হয়েছে। নতুন এই প্রজেক্ট সেই গবেষণাকে ত্বরান্বিত করবে। টাটা এক্সেলসির ডিজিটাল জগতে অভিজ্ঞতা ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এই কাজকে সাহাজ্য করবে। Spread the love |