গলাচিপায় যৌন উত্তেজক ওষুধসহ আটক ২
|
![]() পটুয়াখালী প্রতিনিধি।। গলাচিপা পুলিশ গতরাতে স্থানীয় ফেরিঘাট এলাকা থেকে একটি প্রাইভেট গাড়িসহ দুই যুবতীকে আটক করেছে। তাদের কাছ থেকে কথিত একটি অনলাইন টিভির সাংবাদিকের পরিচয়পত্র পাওয়া গেছে। এছাড়া, গাড়ির মধ্যে প্রচুর যৌন উত্তেজক ওষুধ পাওয়া গেছে। গাড়ির ড্রাইভারকেও আটক করা হয়েছে। গাড়ির(ঢাকা মেট্রো-গ ১৩-০৭৭৫) কোন কাগজপত্র পুলিশকে দেখাতে পারেন নি আটককৃতরা। গলাচিপা থানার এস.আই মোঃ ইব্রাহিম জানান, মোস্তফা নামের এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে ওই দুই যুবতীকে আটক করা হয়েছে। মোস্তফার সঙ্গে ওই দুই যুবতীর টাকা পয়সা নিয়ে বিরোধ ছিল। দুই যুবতীর একজনের বাড়ি গাইবান্ধা জেলার ঘাঘট উপজেলায় ও অপরজনের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। তাদের কাছে ক্রাইমবাংলা টিভি ডটকমের দু’টি পরিচয়পত্র পাওয়া গেছে। যাতে বিশেষ প্রতিনিধি লেখা ছিল। গাড়ি তল্লাশি চালিয়ে পিছনের বনেটে প্রচুর যৌন উত্তেজক ওষুধ পাওয়া গেছে। যুবতীরা পুলিশকে জানিয়েছেন, তারা গাজীপুরের একটি ইউনানি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধির কাজ করেন। তাদের মালিক তাদেরকে সাংবাদিকের পরিচয়পত্র তৈরি করে বরিশাল অঞ্চলে পাঠিয়ে দিয়েছেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, এখন পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। তবে গাড়ির মালিক এসে কাগজপত্র দেখিয়েছেন। যুবতীরা হারবাল ওষুধ বিক্রি করেন। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পর্যালোচনা করা হচ্ছে। Spread the love |