আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার একটি পশুপ্রেমী সংস্থার কর্মীরা বছর ছয়েকের এই গ্রেট ডেনটিকে উদ্ধার করে যখন তাদের শেল্টারে নিয়ে যায়, বিশাল দানো চেহারা ঝুঁকে পড়েছে সামনে। ভালো করে দাঁড়ানোর ক্ষমতাও নেই। জীর্ণ, হাড় জিড়জিড়ে। ধুকুপুকু শরীরাটা জানান দিচ্ছে, সে বেঁচে আছে তবু। বাঁচার রসদ জোগানো পিছনের পা, হারিয়ে, পঙ্গু শরীরে মৃত্যুর প্রার্থনা করা ছাড়া, ওই পোষ্যের কী-ই বা করার আছে।
উদ্ধারকারী এনজিওর কর্মীরা বলেন, এত দিনে অনেক পোষ্য কুকুরকেই তারা উদ্ধার করে নিজেদের শেল্টারে আশ্রয় দিয়েছেন। কিন্তু অতীতে এমন হৃদয়বিদারক অবস্থার সম্মুখীন হতে হয়নি কখনো। জানা গিয়েছে, কুকুরটির মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে।