আগৈলঝাড়া প্রতিনিধি।।
ক্লাস চলাকালীন কেরাম খেরতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক জাকির ঘরামীকে কুপিয়ে জখম করেছে একদল দূবৃত্ত। শনিবার রাতে এ ঘটনায় গুরুতর অবস্থায় ওই শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত প্রধানশিক্ষক জাকির ঘরামী উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আবুল কাসেম ঘরামীর পুত্র।
থানার ওসি আফজাল হোসেন জানান, অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।