কুয়াকাটায় জবাই করে হত্যা করা হয় কাওসারকে, দুই ভাই গ্রেফতার
|
![]() মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি।।মির্জাগঞ্জে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মোঃ কাওসার (২২) কুয়াকাটায় নিয়ে হত্যাকান্ডের পরিকল্পনাকারী ও মূলহোতা সাইদুর রহমান (১৮) ও তার সহযোগী খালাতো ভাই মোঃ সজীব (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মটরসাইকেলটি উদ্ধার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।মির্জাগঞ্জ থানার ওসি(তদন্ত) মোঃ শাহআলম জানান,গত বুধবার বিকালে উপজেলার সুবিদখালী থেকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘুরতে যাওয়ার কথা বলে কুয়াকাটা সৈকতের মাঝিবাড়িরর নির্জন এলাকায় নিয়ে খালাতো ভাই সজীবের সহযোগীতায় কাওসারকে গলাকেটে হত্যা করে মটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে হত্যাকান্ডের পরিকল্পনাকারী ও মূলহোতা সাইদুর রহমান।গ্রেফতারকৃত সাইদুরের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহঃস্পতিবার রাত ৩টায় উপজেলার ঝাটিবুনিয়া গ্রাম থেকে সজীবকে গ্রেফতার করা হয় এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার সুবিদখালী কলেজের পিছন থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।সাইদুর মালয়েশিয়া প্রবাসী আঃ রশিদ মিয়া ও সজীব সৌদি প্রবাসী সাগরদীপের ছেলে।উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় মহিপুর থানা পুলিশ কুয়াকাটা সৈকতের মাঝিবাড়ী এলাকা থেকে ভাড়ায় চালিত মটরসাইকেল চালক কাওসার (২২) এর গলাকাটা লাশ উদ্ধার করে। নিহত কাওসার মির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামের মোঃ ফারুক হাওলাদারের ছেলে ।এ ব্যাপারে নিহতের বাবা মোঃ ফারুক হাওলাদার বুধবার রাতে অজ্ঞাতনামা উল্লেখ করে মহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে মহিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান। গ্রেফতারকৃতদের শুক্রবার বিকেলে মহিপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছেSpread the love |