কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কে বাসের ধাক্কায় ট্রলি মালিক নিহত
|
![]() কলাপাড়া নিউজ।। স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী পৌর শহরের পানি সরবরাহ অফিসের সামনে দিয়ে ঈগন পরিরহনের দুটি বাস বেপরোয়া গতিতে কুয়াকাটা যাওয়ার পথেেএকই সড়কে কুাকাটাগামী একটি ট্রাক ট্রলিকে ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৭২৩১) একটি বাস পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলিতে থাকা ট্রলি মালিক বাবুল হাওলাদার ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছে। পুলিশ ঘাতক বাসটি আটক করছে। Spread the love |