কলাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন জাসদ (ইনু) প্রার্থী সাংবাদিক মিঠু
|
![]() কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।।সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পটুয়াখালী-৪ (কলাপড়া-রাঙ্গাবালী) আসনের জাসদ (ইনু) মনোনীত প্রার্থী সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময়ে তিনি বলেন, জামায়াত শিবির, জঙ্গিবাদ, আগুন সন্ত্রাস ও মাদক মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে মশাল মার্কা নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করেছি। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রযন্ম গড়ে তুলতে সমাজের ব্যাধি এবং সন্ত্রাস দুর করতে হবে। সে ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে, যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।এ সময় জাসদ (ইনু) কলাপাড়া উপজেলা শাখার- সাংবাদিক এস,কে রঞ্জন, উত্তমকুমার হাওলাদার, মাসুম বিল্লাহ, খোকন মন্ডল, নাহিদুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
|