কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।
খেলার ছলে ডোবায় পড়ে ডুবে সাইদ হক (৪) এক শিশুর মৃত্যু হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামে রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে। মৃত শিশু একই গ্রামের আশারফুল হকের ছেলে।
স্থানীয়সূত্রে জানা যায়, বাড়ির সবাই যখন রান্নাসহ গৃহস্থলীর কাজে ব্যস্ত এ সময় উঠানে খেলা করছিলো সাইদ। হঠাৎ তার খেলার বলটি পড়ে গেলে উঠাতে গিয়ে অসাবধানবশত সবার অগোচরে ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর ডোবায় ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেণ।