কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালী-৪(কলাপাড়া-রাঙ্গাবালী)আসনে নির্বাচনী প্রচারাভিয়ান শুরুর পর থেকে বিএনপি নেতাকর্মীদের আওয়ামীলীগে যোগদানের হিড়িক পড়েছে। গত সাতদিনে অন্তত দুই হাজার বিভিন্ন দলের নেতাকর্মী আ’লীগে যোগদান করেছে।
সোমবার সকালে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. মহিব্বুরের রহমানের হাতে হাত মিলিয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন নীলগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মো. মতিউর রহমান শাহ এর নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস এস রাকিবুল আহসান, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, সি আই পি মাসুদুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মো. মুরসালিন আহম্মেদ প্রমূখ।
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম রাকিবুল আহসান জানান, গত ১১ ডিসেম্বর থেকে কলাপাড়ার দুটি পৌরসভা, ১২টি ইউনিয়ন এবং রাঙ্গাবালী উপজেলায় নৌকা মার্কার প্রচার প্রচারণা চলাকালীন বিএনপির কমপক্ষে দুই হাজার নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। তারা উন্নয়ন রাজনীতিতে আকৃষ্ট হয়ে নৌকা মার্কার প্রার্থীকে জয়যুক্ত করার জন্য কাজ করছেন।
|