কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন সাগর ঘেষা ফাঁসিপাড়া আশ্রায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে নতুন স্কুল ভবন কাম সাইক্লোন সেল্টারের উদ্ধোধন করেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাড.মো.মাহবুবুর রহমান এমপি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাফেজ আঃ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা, লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, আওয়ামী লীগ নেতা ডাঃ সিদ্দিকুর রহমান, আলহাজ্ব মনির আহম্মেদ ভুইয়া। উপস্থিত ছিলেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস(অনার্স) কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মান্নান খান প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান এমপি বলেন, দূর্যোগ,জলোচ্ছাসে এখানকার স্কুলগামী শিশুসহ সর্বস্তরের মানুষ নিরাপদে আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্রে যেতে পারত না। শিশুরা লেখাপড়া করতে পারত না। প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনায় আজ সাগর পাড়ে আধুনিক স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মান করা হয়েছে। শিশুরা এখন নির্ভয়ে স্কুলে আসবে। এতে উপক‚লের স্কুল থেকে কমবে ঝরে পড়ার হার।
অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকসহ স্থানীয় আওয়ামীলীগ ও অংগ সংগঠনের শতশত মানুষ উপস্থিত ছিলেন।