কলাপাড়ার চম্পাপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র নির্মানের দাবিতে মানববন্ধন
|
![]() মিলন কর্মকার রাজু।।পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র নির্মানের দাবিতে মানববন্ধন করেছে গ্রামাবাসীরা।সোমবার সকালে ইউনিয়ন পরিষদ ও চম্পাপুর যুব ক্লাব, রিফ্লেলকশন একশন দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিন্টু তালুকদার, সদস্য তাছলিমা, সাবিনা ইয়াসমিন, ইউপি সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।বক্তারা বলেন, কালের স্বাক্ষী বহনকারী রামনাবাদ ও আগুনমুখা নদীর তীরে এ ইউনিয়নটির অবস্থান। ২০১১ সালে জুন মাসে ধানখালী ইউনিয়নকে দ্বিখন্ডিত করে চম্পাপুর ইউনিয়নের গঠন করা হয়। কিন্তু এ ইউনিয়নে নেই স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। কেউ অসুস্থ হয়ে পড়লে ঘন্টার পর ঘন্টা ব্যায় করে যেতে হয় উপজেলা সদরে। তাই জরুরী ভিক্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র স্থাপনের দাবী জানান তারা।প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে ৫ টি রিফ্লেকশন একশন দলের নারী সদস্য, যুব ক্লাবের সদস্যসহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।Spread the love |