[bangla_day] [english_date] [bangla_date]
ই-পেপার   [bangla_day] [english_date]

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর
প্রকাশ: 15 November, 2018, 7:53 am |
অনলাইন সংস্করণ

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর

কলাপাড়া নিউজ।।
আজ সেই ১৫ নভেম্বর সুপার সাইক্লোন সিডরের হিংস্র থাবায় বহু পরিবারের অতি আপনজন হারানো এবং কৃষকের জমির ফসলসহ মূল্যবান সম্পদ, ছিন্নমূল মানুষের সামান্য আশ্রয়স্থল ও আয়ের উৎস্য হারানোর বেদনাদায়ক মর্মাঘাতী দিন।

২০০৭ সালের এই দিনে রাত ৯.৪৫ মিনিটে ২৫০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়োহাওয়া এবং ১০ থেকে ১৫ ফুট উচ্চ জলোচ্ছাসের তোড়ে মূহুর্তে উপকূলীয় এলাকার কলাপাড়া উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিধ্বস্ত হয় অসংখ্য ঘর-বাড়ি। বিচ্ছিন্ন হয় সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যাবস্থা।

কৃষি ও মৎস্য সম্পদেরও ক্ষতি হয়। মারা যায় অনেক গবাদি পশু। সেই দিনটির কথা মনে পড়লে এখনও আৎকে ওঠে কলাপাড়ার মানুষ। কোনদিন ওই স্মৃতির কথা ভুলতে পারবেনা এখানকার মানুষগুলো । এখনও এ উপজেলার প্রত্যন্ত জনপদ ঘুরলে স্বজন হারা ও ক্ষতিগ্রস্থ মানুষের বিলাপ শোনা যায়।

সরকারী ও বে-সরকারী সংস্থার পরিসংখ্যান থেকে জানা গেছে, সিডরে কলাপাড়া উপজেলায় ৯৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক হাজার ৭৮ জন। এখনও নিখোঁজ রয়েছে সাত জেলে । এরা হচ্ছে- লালুয়া ইউনিয়নের এগানংহাওলা গ্রামের আক্কাস মীর (৫০), ফরিদ তালুকদার (২৫), নুরুল ইসলাম (২২), জলিল গাজী (২৪)। কলাউপাড়া গ্রামের ইউনুচ হাওলাদার (৭০), জসীম হাওালাদার (২৩) এবং ধঞ্জুপাড়া গ্রামের ইলিয়াস (২০)। এছাড়া গঙ্গামতি একলাকার মজিবুর রহামানের পাঁচ বছরের শিশু মালেক গঙ্গামতিচর সাইক্লোন শেল্টারে যাওয়া সময় জলোচ্ছাসের পানির সাথে সমুদ্রে নিখোঁজ হয়। এর মধ্যে প্রতিবন্ধী হয়েছে ৯৬ জন। বিধবা ১২। এতিম হয়েছে ২০টি শিশু।

এই উপজেলার মৃত গবাদি পশুর সংখ্যা চার হাজার নয়শত ৪৪টি। ক্ষতি হয়েছে পাঁচশত ৫৩টি নৌযানের। ১২ হাজার নয়শত ৭০টি পরিবার হয়েছে সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্থ। আংশিক ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা ১৪ হাজার নয়শত ২৫টি।

Spread the love
সর্বশেষ সংবাদ

সাম্প্রতিক সংবাদসমূহ

সর্বাধিক পঠিত

সম্পাদকঃ দেলওয়ার হোসেন
নির্বাহী সম্পাদকঃ এস এম মোশারফ হোসেন মিন্টু
বার্তা সম্পাদকঃ
 
মোবাইল- 01711102472
 
Design & Developed by
  কলাপাড়ায় বিদ্যুত কেন্দ্র নির্মানকারী সংস্থার কর্মকর্তাদের উপর হামলা,অর্ধশত গ্রামবাসীর বিরুদ্ধে মামলা।।   “পায়রা বন্দরের মাধ্যমে পুরো বাংলাদেশকে আমরা পরিবহন সেবা দিতে চাই” নৌ-পরিবহন প্রতিমন্ত্রী   পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে মঙ্গলবার ৪টি আনলোডার মেশিন যুক্ত হয়েছে।। ৬৩ ভাগ কাজ সম্পন্ন   ঘুরে দাঁড়িয়েছে বন্দর   কলাপাড়ায় জমি অধিগ্রহন না করার দাবিতে কৃষক ও মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন   ‘পায়রা সমুদ্র বন্দর বানিজ্য সম্ভাবনার নতুন দরজা”-পটুয়াখালী চেম্বার অব কমার্সের শ্লোগান   পায়রা বন্দরে ২০২১ সালের মধ্যে বাস্তবায়ন হবে ২২ হাজার কোটির টাকার মধ্য মেয়াদী প্রকল্প   নতুন পায়রা সমুদ্রবন্দর বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ