আগৈলঝাড়ায় শিক্ষককে কুপিয়ে আহত, গ্রেফতার ২
|
![]() বরিশাল প্রতিনিধি।। জানা গেছে, শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটায় গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আমিনুল বালীকে তার দোকানে ভাড়া দেওয়া ক্যারাম বোর্ড বন্ধ করতে অনুরোধ করেন রাজিহার উইনিয়নের কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির ঘরামী। শিক্ষক জাকিরের অনুরোধ উপেক্ষা করে ক্যারাম ভাড়া দেওয়ায় শিক্ষক জাকির ২০ অক্টোবর ক্যারাম বোর্ড ভেঙ্গে ফেলেন। এ ঘটনার জের ধরে ওই রাতে শিক্ষক আবুল কাশেমকে ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তায় এলোপাথাড়ি কুপিয়ে আহত করে নিয়মিত ক্যারাম খেলোয়ার একই এলাকার শামীম ফকির, ইসহাক ফকির ও তাদের অনুসারীরা। পুলিশ জানায়, শিক্ষককে কুপিয়ে আহত করার ঘটনায় ২৬অক্টোবর তার স্ত্রী নাসরিন বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলার এজাহারভুক্ত আসামি শামীম ফকির ও ইসহাক ফকিরকে শুক্রবার রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। Spread the love |